একটি চিন্তা ,একটি চেতনা দেশপ্রেম এর নাম
একটি সত্তায় জাগ্রত হয়ে শুরু বাংলার সংগ্রাম।
নানা কৌশলে পাকের শাসন
নৃশংসতায় ছিল  লিপ্ত,
"রাষ্ট্রভাষা বাংলা দাবী" তাই
বাংলায় তারা ক্ষিপ্ত।
ভাষার জন্য জীবন দিয়ে বাঙালি সফল বটে,
পাকশাসনে শোষন বাড়ল বাংলার জীবনপটে।


অবিচার যখন নগ্ন হয়ে উঠে পাকের হিংস্র মনে,
বাংলার দামাল নির্ভয়ে জাগে স্বদেশ রক্ষার টানে।
বাংলা ঠেকাতে পাকের নকশায়
পৈশাচিক নমুনা আঁকে,
বীরদর্পে এ বাংলার জোয়ান
সময়ের সংঘাত রুখে।
সারা বাংলায় অস্থিরতায় জ্বলে উঠে ক্ষোভের আগুন
সবার চোখে দৃঢ়তায় দোলে  স্বাধীন স্বাধীন ফাগুন।


কুচক্রীদের নিপীড়নে যখন অতিষ্ট জনতার জীবন,
প্রতিরোধের বীজ বুনিল বাঙালি দমাতে পাকশোষন।
স্বৈরতন্ত্রের স্বৈরী দাপট
যতই চলল বেড়ে,
প্রতিবাদ তেজে বিক্ষোভ হয়
বিদ্রোহী সংগ্রামী সুরে।
একটি শোষন নীতির বিবাদে বাংলায় আলোড়ন,
একটি ক্ষোভের জবাব রচনায় সংকটে আলিঙ্গন।


একটি ঊনসত্তর, একটি সত্তর, একটি নির্বাচন
জয়ের নেশায় মত্ত বাংলা, গড়ে উঠে আন্দোলন।
একাত্তর এর একটি নেতার
একটিই ঘোষনা,
সারা বাংলায় সাড়া পড়ে গেল
যুদ্ধের সংগ্রামী চেতনা।
একটি যুদ্ধে একটি বিজয় -একটি সূর্যের রেশ,
বঙ্গবন্ধুর দীপ্ত চেতনায় স্বাধীন বাংলাদেশ।
=========================