শীতের রিক্ত দৈন্যতা শেষে
বৈরাগী উষ্ণ হাওয়ায়,
অনিন্দ্য সুন্দর অর্ঘ্য নিয়ে
বসন্তকে স্বাগত জানায়।


অপরূপ রূপের মাধুরী ছড়ানো
ফুলে ফুলে সুশোভন,
প্রকৃতির সাজে মোহনীয় রূপে
বিমূর্ত প্রাণের স্পন্দন।


স্নিগ্ধতা আপ্লুত পবিত্র পরশ
অনুপম সজীব মায়া,
ভালোলাগার চঞ্চলতায়
বর্ণিল স্বপ্নের ছায়া।


নব পল্লবে সবুজ সতেজ
আম্রমুকুলের  ঘ্রান,
দক্ষিণা হাওয়ায় দোলায় দোলায়
মনের বিচিত্র ধ্যান। 


পুস্পশোভিত বৃক্ষরাজি
কোকিলের সুমধুর গান,
পলাশে- শিমূলে রং মাখামাখি
উচ্ছাসিত মানুষের  প্রান। 


মনের আঙিনায় রঙের জোয়ার
রাঙায় আপন ভূবন,
ছায়ায় ছায়ায় রঙিন ছোঁয়ায়
বসন্তের আলিঙ্গন।


ভালোবাসার সুবাস ছড়ায়
বসন্তের ফুলে ফুলে,
উচ্ছলতায় প্রেমিকের মন
আনন্দদোলায় দুলে।


বসন্ত বাতাসে ফাগুনী আকাশে
উদাসী প্রেমের শিহরণ,
আকুল প্রাণের ব্যাকুলতায় জাগে
প্রেমের গুনগুন গুঞ্জন।
============