ভীষন বিষন্ন, অশান্ত দেখেছি
তোমায় সেদিন'!
অবসাদমাখা পাশাপাশি দেখা
শূণ্য হাহাকার,
বিমর্ষ তাকিয়ে, নীরবে
চেয়ে থাকা, হতবাক চেতনা বিহীন।


রোদের মত আর তুমি হাসলেনা,
বিকেলের ঝিরি হাওয়ায়
ছুটে ভাসলেনা।
অলস বিকেলে বসে তবু পথ চেয়ে থাকি
যদি ভুলে কোনদিন
একসাথে হাঁটি, পাশাপাশি হাঁটি।


বোশেখের তপ্ত দুপুরে,
অগ্নিক্ষরা তাপে, খরা ঝাঁঝে,
একটু হিমেল হাওয়ায়
শীতল কোমল ছোঁয়ায়
তুমি নেই পাশে।
গাছের ছায়ায় বসে একা একা ভাবি,
যদি এসে হাসিমুখে
দাও তুমি উঁকি, চুপি চুপি উঁকি।
================