শুনতে কী পাও তুমি
ব্যথাভরা অনুরাগে,
কষ্টগাঁথা অনুভবে,
উথাল পাতাল অস্থির রোদন।
হৃদয় সাগরে মাতাল তরঙ্গে,
বেদনার তুঙ্গে
ক্রন্দনের ভাঙ্গা ভাঙ্গা গর্জন।।


পৃথিবীর পরে, সেই পরপারে,
জীবনের সব কোলাহল ভেঙ্গে
স্বজনেরে রেখে, অজানার পথে
শোকাতুর আলিঙ্গন।
দানবের সাথে রাক্ষুসে ত্রাসে
যাতনায় কাতর দু:সহ প্রলয়ে,
ভয়াবহতার এ কেমন
অকস্মাৎ মরণের আমন্ত্রণ।।


"দোয়া চাই" বলে যবে দিলে নাড়া
মনের দুয়ারে সবার পড়ে গেল সাড়া
মমতার নীরে ভালোবাসা ঘিরে
দোয়ার জোয়ার উঠে অন্তরে অন্তরে।
কে জানিত আহা, শেষ চাওয়া তাহা
ইংগিত বিধাতার,
হয়তোবা বুঝে, অগোচরে ধীরে
এ কেমন প্রস্তুতি তোমার
অন্তিম যাত্রার।।


যেথায় যাহা, আছে সব সেথা
তুমি শুধু আজ সাথে নাই,
সকলের মাঝে, সবকিছু ঘিরে
শূণ্যতায় তুমি, নিলে নিজ ঠাঁই।
স্মৃতিগুলো বুকে কেঁপে কেঁপে উঠে
অতীতের কথা বলে,
কান্নায় চোখ অশ্রুতে ভিজে
বেদনার ভারী ঢেউ তোলে।।


সকলের এত ভালোবাসা - দোয়া
সাথ নিয়ে চুপিসারে, চলে গেলে একা
জানিনা কেন কিসে, এত অভিমান
বিচলিত নিয়তির অসহায় ঘ্রান।
বার বার ফিরে ফিরে পথপানে দেখা
নিরিবিলি ভাবনায় মিছে ছবি আঁকা,
অবিনাশী ভালোবাসা, জাগে আলোড়ন
কভূ নাহি হবে বন্ধু
বিদায়ের শেষ কাব্য রচন।


জানি, কোন আাশা আর কভূ মিঠিবে না,
'কবি ভাই' বলে আর হেসে ডাকিবে না,
হৃদয়ে কান্নার আওয়াজ শুধু
কান পেতে শোনা,
শোকব্যাথায় কেঁদে, করি করজোরে
পরলোকে শান্তির দোয়া কামনা।
তোমার আত্মার শান্তির দোয়া কামনা।
শান্তির দোয়া কামনা।।
=================