আকাশ জুড়ে দীপ্তি ঝরে
জ্যোৎস্না ভরা চাঁদের কোলে,
তারার মেলায় শেখ মুজিবর
ধ্রুবতারা হয়ে সদা জ্বলে।
আলেয়ার জয়ে আলোর রেশে
মুজিব দ্যুতি জ্বল জ্বল জ্বলে।।


আঁধার হেরে দেয় যে আলো
পরশে মুছে নিশির কালো,
নিঠুর প্রাণে নীরস মনে
শ্রান্তিতে শান্তির বারতা মিলে।
হৃদয়ে অজয় দ্বীপশিখা হয়ে
মুজিব দ্যুতি জ্বল জ্বল জ্বলেে।।


বিরাগ মেঘে সূর্য হাসে
হাওয়ায় বিষাদ নিমেষে ভাসে,
কুমনে কুভাবে বাদে- বিবাদে
উন্নত শিরে সকলি বিফলে ।
সংকটে সহায় চেতনা রূপে
মুজিব দ্যুতি জ্বল জ্বল জ্বলে ।।


ভাটার স্রোতে জোয়ার আসে
জড়ানো জীর্ণ ধূয়ে যায় মুছে,
মানব নিধনে মান হরনে
শোকানলে স্বাধীন স্বপ্ন দোলে।
বিপাকে বিজয়- শক্তি রূপে
মুজিব দ্যুতি জ্বল জ্বল জ্বলে।।
===============