ঈদ মানে খুশি, ঈদ মানে মিলন
আনন্দ রাশি রাশি,
রমজান শেষে  আকাশের কোণে
চাঁদের মিষ্টি হাসি।

ঈদ মানে হল হীন ভাব ঝেড়ে
সৌহার্দ্য ও সংহতি,
সিয়াম সাধনে পরিশুদ্ধির
নির্মল অনুভূতি।

ঈদ মানে হল নতুন কাপড়
রকমারি উপহার,
টুকরো টুকরো সফেদ আবেগে
উল্লাসী আবদার।

ঈদ মানে হল সবার চোখে মুখে  
তৃপ্তিতে ভরা রব,
ধনী-গরিবে ভেদাভেদ ভুলে
ভালোবাসা উৎসব।
==============