সকাল বিকাল নীতির বয়ান
যেখানে যেমন ভাব,
তোষামোদীতে বিরাগ অথচ
তলে তলে তেলে সয়লাব।
যেমন ভাবায় তেমন ভাবে
গুটায়ে মিথ্যা বলয়ে,
লালসায় ভরে স্বার্থের ঝুলি
বেশ গুছিয়ে হাতিয়ে।
চালাক চতুর চাটুকার বটে
চোখার পর্দা নেই,
আড়ালে থেকে ফন্দি আঁটে
নষ্টামির যত খেই।
সরল প্রাণের সহজ মানুষ
পড়ে চাতুরীর ফাঁদে,
মানবিক সুরে অমানবিকতায়
ফেঁসে গিয়ে শেষে কাঁদে।
আশেপাশে তবু নয় এত কাছে
দাপট গরিমা অশেষ,
ভাবখানা যেন বৈভবে ভরা
ভগবানের নেয় বেশ।
সাধুর বেশে অসাধু মানসে
কত না স্বপনে ভাসায়,
দিনশেষে তারা একঘাটে মিশে
অগোচরে  রয়ে যায়।
================