একুশ জাতির আত্মোপলদ্ধির
সচেতন উত্তরণ,
যুগান্তকারী সম্ভাবনার
নবযুগ জাগরণ।
একুশ জাতির সুদুরপ্রসারী
স্বপ্নের মহরা,
অনৈক্য সংঘাত রুখে দাঁড়াতে
অতন্দ্র প্রহরা।
একুশ বাংলার প্রতিবাদী কন্ঠ
সজীব উদ্যমী প্রাণ,
রক্তের দামে স্বাধীন বাংলার
ঐতিহ্যের অভিধান।
একুশ বায়ান্নে পাক ষড়যন্ত্র
রাষ্ট্র ভাষা বাংলার,
হাজার তারের একটি  বীণার
অবিনাশী সুরের ঝংকার।
একুশ মায়ের মুখের ভাষা
ক-খ- অ-আ,
কৃষ্টি, সভ্যতা সংস্কৃতি চর্চায়
বাংলা বর্ণমালা।
একুশ বাঙালির বেদনাসিক্ত
আনন্দ মহা-উৎসব,
ভাষার বিরুদ্ধে পাক চক্রান্তে
বাংলার বিজয় গৌরব।
একুশ ভোরের শহীদ মিনারে
খালি পায়ে প্রভাত ফেরী,
শহীদ স্মৃতিতে শ্রদ্ধায় ফুলে
রাাঙানো ফেব্রুয়ারি।
===============