আলোকময়ী, মহাকুন্ডলিনী , জ্ঞানদেবী স্বরস্বতী   
জ্ঞানপ্রদায়িনী সর্বশুক্লা, চরণে মা তোমার প্রণতি।
বিদ্যার দেবী জ্যোতির্ময়ী, চেতনার মহাশক্তি 
পবিত্র চেতনায়  সত্য সাধনায় শ্বেতপদ্মাসনা ভগবতী
চরণে তোমার প্রণতি মাগো,চরণে তোমার প্রণতি ।
                              
শূভ্রবসনা, শূভ্রভূষনা , শূভ্রবর্না মূরতি                            
তব পদতলে কালিমা ঘুচায়ে শূভ্রতার করি আরতি।                 মূর্খতা সব ধূলায় মুছায়ে আলোয় এনে দাও ভক্তি            হিংসা নিন্দা বিদূরিত কওে শূভ্রতায় দাও মা মুকতি            
চরণে তোমার প্রণতি মাগো,চরণে তোমার প্রণতি। 


হংসবাহনা, প্রাণের সাধনা তুমি, প্রাণনাথ স্বরস্বতী     
অসারতা হেরে সারের ভূবনে জ্বালাও জ্ঞানের বাতি
পরমহংস মতিতে দিও মা এ দীন জীবনের গতি      
প্রাণের সাধনায় ডুবিতে মাগো তোমার চরণে মিনতি।
চরণে তোমার প্রণতি মাগো,চরণে তোমার প্রণতি।


পুস্তক-বীণা হস্তে শোভিতা দ্বিভূজা দেবী জননী
অজ্ঞানীওে জ্ঞান দাও মাগো বিদ্যায় করো মহাধনী   
অবিদ্যার আঁধার সমূলে  সরাতে দয়া করো স্বরস্বতী
অন্তরে- বাহিরে  শুভ্রশুচিতে চরণে তোমার মিনতি    
চরণে তোমার প্রণতি মাগো,চরণে তোমার প্রণতি।


নিজেকে জানিতে বুঝিতে চিনিতে দাওগো বুদ্ধিরদিশারী
রজ:- তম:-সত্ত্ব  পেরিয়ে বাজাতে পঞ্চ সুরের লহরী
সপ্তস্বরে বেঁধে দাও মাগো সরল সুরেলা সুমতি
স্বত্ব গুণময়ী সারদারূপীনী, চরণে  তোমার প্রণতি        
চরণে তোমার প্রণতি মাগো,চরণে তোমার প্রণতি ।     
==========================