অলস হিমেল বিকেল, খোলা বাতায়ন
ঝিরঝিরে বয়ে চলে মৃদু সমীরণ ,
এলোমেলো প্রেম দোলে শত অনুরাগে
মাধুরী রাঙায় মন গভীর আবেগে।


হৃদয়পটে আঁকা আছে যত ছবি
একেলা  নীরবে বসে শুধু তাই ভাবি,
আনমনা আঁখি মাঝে তব মুখখানি
প্রেমে মজে কেন মন, নির্নয় না জানি।।


সঙ্গহীন হায়, নিঃসঙ্গ ভাবনায়
তোমারি পানে মন , শুধু ছুটে যায়
প্রেম যমুনার প্রীতির তীরে
মোর প্রেমতরী সেথা রোজ ভীরে
হে প্রিয় মোর, তুমি জান কী?


অন্তর যবে প্রেমেতে আকুল
চঞ্চল মন আবেগে ব্যাকুল,
ক্ষণিকের তরে কাছে দাঁড়াবার
নাবলা কথাটুকু, শুধু বলিবার ।


তৃষিত কথন কভূ হয়না বচন
না রচে প্রেমের তরে ছন্দ রচন,
আশা নিয়ে তবু কাটে কত দিন রাত
হয়তো আসিবে প্রেমের রঙিন প্রভাত।।


গভীর যতনে, সংগোপনে
রেখেছি জুড়ায়ে নিবিড় ভূবনে,
হিয়ার টানে সুখের তানে
আপন প্রানে আনন্দ গানে
হে প্রিয় মোর, তুমি ভাবছ কী ?