উ্চু থেকে নিচু, বড় থেকে ছোটো
চলিছে চৌর্যবৃত্তি লুণ্ঠন,
আদর্শের ঘরে দূর্বৃত্তের আবাস
নৈতিকতায় ঘটেছে স্খলন।


ব্যাভিচার আর বিপর্যয়ে যেন
শান্তির সব শেষ,
দায়িত্বের চরম অবহেলায় আর
নেই কিছু অবশেষ।


নষ্ট কামনার হীন লালসায়
দুস্ট চক্রের ফন্দি,
বিবেকের ঘরে সাধু স্বচ্ছতা
নিদারুন সন্ধিতে বন্দী।


নকল সাজে জীবনের পথ
দাপটে দেয় সদা পারি,
লোভের লাভে কেবলি দেখি
পাপের বোঝাটাই ভারী।


অজ্ঞানতায় মরিচিকা পিছে
ছুটে চলে শুধু বৃথা,
বর্বরতার রোষানলে কাঁদে
বিক্ষত মানবতা।


অরাজকতার কাঁটার আঘাতে
জীবন বেজায় বিপন্ন,
উত্তরণের আয়োজন বিনা
সংকট বড়ই আসন্ন।
==============