ছুটছে চলে পথের ধারে প্রজাপতি দলে দলে
ছদ্মবেশে জোড়ায় জোড়ায় রঙিন ডানা মেলে ।


কড়া রঙের চড়া নকশা যতই থাকুক গোপন
অপরূপ সে রূপের রঙে  মুগ্ধ সবার নয়ন।


ঐ দিকেতে কাঁচা রাস্তার খানিক  বাঁয়ে ঘেঁষে
যাচ্ছে সবে হেলেদুলে খেলে ধূধূ সবুজের দেশে।


ফুটে ঘাসফুল  ছড়ায় হেসে রং বেরঙের বাহার
মুক্ত মনে বেড়ায় নেচে প্রজাপতি  হাজার হাজার।


উড়ে উড়ে ছুটে চলে সারাবেলা নানান ফুলে ফুলে,
স্বপ্নের দেশে বিভোর  ঘুরে স্বপ্নের পাখা মেলে।


কারিকুরি ভরা ফিনফিনে ডানায় সাতটি রঙের খেলা,
অদ্ভুত এক ভালোলাগা দেয় মনের ঘরে দোলা।
=======≠=================