পৃথিবীর  কাছে, যা কিছু আছে
সবি জেনো পুরাতন,
কালিকে সব গত হয়ে যাবে
আজিকার যত আয়োজন।
সময়ের সাথে ,সময়ের স্রোত
সময়ের আহ্বান ,
জীবনের কাজে, জীবনের সাজে
জীবনের জয়গান।
নুতন যে জন, ফিরে পুরাতন
সময়ের আবেদনে,
পুরাতন জ্ঞানে নবরূপে তেজে
সময়ের সন্ধিক্ষণে ।
পুরানের সাথে রয়েছে যে গেঁথে
নুতনের আলাপন,
পুরানের রেশে নবীনের কাজে
আলোময় উদ্দীপন।
আলোর পিয়াসে সাধনার পথে
নাহি কাল বিভাজন,
কালের স্রোতে নুতনে-পুরানে
মমতার আলিঙ্গন।
       ======