বাংলার মাটিতে চেতনা জাগাতে
কে বলে মুজিবর নাই,
সবুজে সবুজে ঘেরা চারিধারে
মুজিবের ছোঁয়া খুঁজে পাই।
কে বলে মুজিবর নাই।


শ্যমল ক্ষেতে সোনার ফসলে
গাছে গাছে ফুলে ফুলে,
বনের পাখিরা গানে গানে সবে
মুজিবের কথা বলে।
রূপসী বাংলার রূপের পরশে
মুজিবের ছোঁয়া খুঁজে পাই।
মুজিব রয়েছে মনের গভীরে
কে বলে মুজিবর নাই।


মজুরের শ্রমে শ্রমিকের ঘামে
জীবনের আয়োজন
গনমানুসষর গনজাগরনে
মুজিবের দর্শন।
বিজয়ের পথে আলোর জগতে
মুজিবের ছোঁয়া খুঁজে পায়,
মুজিব রয়েছে সুরে আর গানে
কে বলে মুজিবর নাই।
===============