ছুটে চলে ঝিকঝিক রেলগাড়ি
দুইধারে গাছপালা সারি সারি।

ফেলে ধায় নদনদী খালবিল
মাঠঘাট ঘরবাড়ি বন- ঝিল।

মনে হয় বিপরীত বেগে ছুটে
পলকেই সবকিছু যায় টুটে।

ঘাটে ঘাটে মানুষের নামে ঢল
নানাভাবে মেতে ওঠে কোলাহল।

ছুটে চলে, ঝিম ঝিম,ঝনঝন
কথা চলে অবিরাম ভনভন।

নানা জনে করে ফেরী রকমারী
গানে গানে ঘুরে দুখী নরনারী।

ঝিম ঝিম উরু উরু ভাবনায়
সুখ দুখ মনে দোলা দিয়ে যায়।

হেসে -কেঁদে তেরে-ঝেরে যায় সেরে
ছুটে চলে ঝিক-ঝিক বহুদূরে।
===============