ধর্মের তরে মানুষ নহে জানি
মানুষের তরে ধর্ম,
জন্মের কারনে মানুষ ভিন্ন
বিধি যার যাহা কর্ম।
মানুষ স্রষ্টার সৃষ্টির সেরা
মানুষের আছে শুধু জ্ঞান ,
পৃথিবী জুড়ে হরেক জাতি
স্বধর্মে রেখেছে নিজ মান।।
গীর্জায় খ্রিস্টান প্রার্থনা করে
মন্দিরে দেবতা হিন্দুর,
বৌদ্ধ ক্যাঙে বুদ্ধ পূজা
মসজিদ ঘর আল্লাহুর।
যতই ভিন্ন জাতিভেদ কর
লক্ষ্য অভিন্ন সবার,
ভিন্ন ধর্মের ভিন্ন পথে
প্রার্থনা এক স্রষ্টার।।
স্রষ্টার ঘরে নগ্ন ছোবলে
নষ্টামির ছলে নষ্ট পরশে,
মারে আর মরে
নৃশংসতার ঘৃণ্য তান্ডব শেষে ।
হিন্দু পাড়ার বাড়িতে আগুন
মন্দিরে ভাঙ্গে মূর্তি,
নির্যাতনে অতিষ্ঠ জীবন
না শুনে কারও মিনতি ।।
নাশকতা তীব্র বৌদ্ধ ক্যাঙে
লুন্ঠন অবিরত,
মসজিদ হল বোমার আখেরা
গীর্জা আঘাতে ক্ষত।
হিসাব কষেছ হিন্দু মরেছে
কয়েক হাজার শত,
বৌদ্ধ খ্রিস্টান কম কেহ নহে
মুসলিম অবিরত ।।
মুসলিম মরেছে হিন্দু মরেছে
মরেছে বৌদ্ধ খ্রিস্টান,
মিছে সব মিছে ,মানুষ মরেছে
মানুষের গেছে প্রান।
মানুষের ত্রাসে মানুষের বলি
মানুষেরি অপমান,
মানুষের তরে মানুষের সেবা
মানুষের জয়গান ।।
=======