না, আজ ভালোবাসার কোন কথা নয়
নয় মিছে আাশ্বাসের কোন অভিযোগ
অথবা হতাশায় জমে থাকা
নয় কোন বিরহ বাণী।
আজ শুধু আবেগে ফিরে ফিরে দেখা
স্মৃতির মধুর পাতায়  কিছুটা হাঁটা
আাকুল প্রানের যত ব্যকুলতা ভরা
আবেশী মিষ্টি চাহনি।


না, আজ আবেগের কোন দাবী নয়
নয় নদী কুলকুল কান্নার রব
অথবা মন আকাশে ঘন কালোমেঘে
নয় ভারী গর্জন শোনা।
আজ শুধু মুখোমুখী চেয়ে চেয়ে ভাবা
জলের ছলে সারা বিকেল বেলা
বারে বারে ঘুরে ঘুরে দীঘি পাড়ে ঘিরে
আবেশী মিষ্টি আনাগোনা।


না, আজ অনুভবের কোন ভাব নয়
নয়  হৃদি দ্বন্দ্বে কোন কোলাহল
অথবা অগোচরে চাপা চাপা থাকা
নয় কোন কথা মনহারা।
আজ শুধু  দুজনে পিছু ফিরে চাওয়া
গোধূলীর  রঙে প্রেমে ছটফট  রাঙা
এদিক ওদিক শুধু  হয়ে দিশেহারা
আবেশী মিষ্টি মনে সাড়া।


না,আজ হারানোর কোন দাবী নয়
নয় ব্যাথা গাঁথা কোন সুকরুণ সুর
অথবা  অনুতাপে  সন্ন্যাষী রূপ
নয় কোন অভিমান বেদনার জ্বালা।
বহুদিন পরে আজ পথে হল দেখা
জেগে তোলা  স্মৃতিতে চাপা পড়া পাতা
চঞ্চল ঈশারায়  কেঁপে কেঁপে উঠা
আবেশী মিষ্টি  সব কথার মালা।
==================