l
চৈত্র দুপুরে, তপ্ত রোদ্দুরে,
বিরহে পুড়ে পুড়ে, এ হৃদয় জুড়ে
বিষন্ন বিষন্ন ঝাঁঝ,
স্বপ্নের ঘরে আজ শুধু খাঁ খাঁ,
হাহাকার কান্নার আওয়াজ।
যতনে লালিত উদাসী স্মৃতি
আজ বড় বেশী বেশামাল,
আনমনা শুধু ভবাছি তোমায়,
তোমার কী কিছু মনে পড়ে আজকাল?

সেই তারুণ্য, চঞ্চলতা,
সেই ছুটে চলা, প্রানের উচ্ছাস।
প্রেমের সমুদ্রে, আনন্দ তরঙ্গে
রোমাঞ্চ করেছে ত্রাস।
পদ্মদীঘির মেঠো সেই পথে
জলের ছলে রোজ বিকেলে
মুখোমুখি ক্ষণিক দেখা,
সলাজ চোখে পুলকিত আবেশে
নীরবে হতো কত কথা।


ঊঠোন পেরিয়ে বসত বাড়ীটা
একটি ভিটের পরে,
চুপিসারে দেখা জানালার ফাঁকে
দাঁড়িয়ে কোরিডোরে।
ব্যাকুল প্রাণের আকুলতায় ভরা
হৃদয়ের প্রেম-স্পন্দন,
প্রেমের নেশায় চোখের ভাষায়
প্রেম প্রেম কত আলাপন।


দিনগুলো আজ স্মৃতির পাতায়,
বেদনায় ঢাকা, কিছুটা ধূসর
স্বপ্নের নদী খরায় শুকিয়ে
মনের গহীনে নিথর।
এ জনমে না হয় হলোনা কোন
মধুময় আয়োজন,
পর-জনমে নিশ্চয় হবে
তোমার আমার সুখের প্রেম-বন্ধন।
=================