সুখের বার্তা শুনতে প্রিয়া
ক্লান্তির অবসরে,
রয়েছি চেয়ে তোমার পথে  
বেদনায় ফিরে ফিরে।

নেই গুঞ্জন  নেই কোলাহল
হৃদয়ের মরু প্রান্তরে,
স্বপ্নেরা সব লুকিয়ে রয়েছে
ব্যাথা নিয়ে অন্তরে।


রুদ্র রুক্ষ নিয়তির সাজ
জীবনের গেছে ছন্দ,
সুখের ভাবনা ক্ষরায় ভস্ম
আনন্দ-বেদনায় দ্বন্ধ ।


কানে বাজে শুধূ বিরহ বাঁশী
রোদেলা তপ্ত দুপুরে,
হৃদয়ে উতলা বাউলেরা কাঁদে
একতারা সুকরুণ সুরে।


স্মৃতিগুলো সব বেদনার ক্ষতে
আলুথালু ভাঙাচোরা হয়ে,
কষ্টের স্রোতে দুর্ভোগে ভাসে
আগুনের নদী বেয়ে।


সবকিছু আছে ঠাঁই দাঁড়িয়ে
যাহা যেথা চারিধার,
আগামীর পথ কুয়াশায় ঢাকা
ভরে আছে হাহাকার।


রঙিন মধুর কত ছবি ভীরে
স্বপ্নের মধু আঙিনায়,
প্রেমের কথা শুনব বলে
রয়েছি অধীর প্রতীক্ষায়।


কষ্টের ব্যথা ধূয়ে মুছে যাবে
আশার আকুল আরতি,
অনাবিল সুখের আনন্দধারায়
জ্বলবে প্রেমের বাতি।
================