মনে মনে রোজ কত নস্ট স্বপ্ন জাগে
কত ঘর ভাঙে আর কত ঘর বাঁধে।
স্বপ্নেরা বেপরোয়া নিশা পাখা মেলে
প্রিয়জন  হাত ছাড়ে পরে নেশা হলে।


মনজুড়ে মায়াছায়া নাকী ছায়ামায়া
সুখের বাসায় দু:খের নেংটা পায়া।
কে শোনে হৃদয় দিয়ে হৃদি হাহাকার
যদি হয়  নষ্টামির  জয়জয়কার।


চারু কারু রং তুলে রঙের তুলি
মিছিমিছি মেকি সুখে যায় সব ভুলি।
জীবনের স্বপ্নঘড়ি উল্টোই ঘুরে
মনঘাটে সুখতরী নাহি আর ভীরে।


হৃদয়ের কোরিডোরে কত কষ্ট হায়!
আতংক সারাটা জীবন খুঁড়ে খুঁড়ে খায়।
স্বপ্ন গুলো চুরমার আস্তাকুঁড়ে পোড়ে
মরমে মরমে কাঁদায় জীবন জুড়ে।
==================