প্রকৃতি জগত স্রষ্টার সৃষ্টির
অপূর্ব এক রূপায়ন,
মানুষের সাথে শর্তহীন আছে
বিনিময় চিরন্তন।
নিয়মের সাথে অবিরত চলে
হেরফের নাহি হয়,
অব্যক্ত রহে বোধটুকু সদা ,
প্রাণহীন তবে নয়।
প্রকৃতির যত সুবিধার ভোগ
মানুষ করেছে বেশী
স্বেচ্ছাচারীতায় সৃষ্টির ক্ষতি
করে চলে অহনিশি।
গতিশীল তবে অনড়-অচল
নির্জীব মনে হয়,
শৃঙ্খলা হেরে স্থলে-জলে ঘটে
নির্মম বিপর্যয়।
সৃষ্টির সাথে মানবের প্রেমে
প্রকৃতি আনন্দময় ,
অন্যথা হলে ছন্দ হারিয়ে
ভয়ানক রূপ হয়।
শত অপরাধে সভ্যতার বুকে
হয়েছে দুষ্টক্ষত,
প্রতিশোধ নিতে প্রকৃতি আজ
বৈরী মেজাজে রিক্ত।
====================