দিকে দিকে কত অর্থবিলাস
কতকী প্রকান্ড কান্ড,
পোশাকের বেশে মার্জিত সাজে
ভন্ডামিতে পূর্ণ ভান্ড।


সাধুদের ভীরে তারা মহান সাজে
গেড়ে বসে ভদ্র বেশে,
স্বার্থ বিচারে অজ্ঞতার জেরে
দংশে  অহং বিষে।


জ্ঞানীর কদরে নেই কোন জ্ঞান
আছে শুধু ফিকে আচরণ,
সমাজে কখনও সমাজপতি আবার
কখনও অগতির কারণ।


পকেট ভর্তি অঢেল টাকা আর
পেট ভরা যার অশিক্ষা,
সাধু সাবধান বাঁচাও নিজ মান
দুরে থাকার নাও দীক্ষা।
==============