জীবন পথে পরের হিতে
সেবা যে মহান ধর্ম,
মানবকূলে এর চেয়ে বড়
নেই আর কোন কর্ম।
ভাল-মন্দ যে যেমন হোক
মাথায় মতি সেবার,
আজকাল দেখি সেরা হবার
এটাই সফল হাতিয়ার।


সেবা এখন অভিনয় এক
মনে আশা কিছু পাবার,
অর্থ -বিত্ত, খ্যাতি -মান আর
শক্তি- যশের বাহার।
মানব সেবায় মানবতা নিয়ে
নেইতো সময় ভাবার,
ব্যস্ততার ভীড়ে নিজ প্রচারে
বলিদান মানবতার।


সেবা যে এক প্রতিদানহীন
অগতির নুতন গতি,
লালসা জড়ানো সেবায় কিভাবে
মিলবে স্বস্তি - প্রগতি।
সেবার নামে স্বার্থের টানে
সংঘাতে বাড়ায় দু:খ,
পরের সুখের যবনিকা টেনে
ঘুচাতে চায় নিজ সুখ।


সেবা হলো এক শর্তবিহীন
ভালোবাসা মধুময়,
অথচ দেখি হিংসার বিষে
পরস্পর বিষময়।
মানবে মানবে না হয় যদি
মনবতাবোধের বন্ধন,
সেবার মহিমা বিলাসিতায় হবে
নিছক ফ্যাশন আর প্রহসন।
==============