সরল প্রাণে নমনীয় ভাবে
সাধাসিধা সহজ বোধ,
আজকাল তাহা মহাভুল নাকী
বাস্তবে সদা নির্বোধ।
অহেতুক কত হয় মুখোমুখী
সংঘাত অপমান,
চেতনার কাছে বারে বারে হারে
বাঁচাতে আপন মান।
বিনয়ের সাথে সাধুতায় চলে
ভয়ে ভয়ে রহে সদা,
অবহেলা তার পিছুপিছু ছুটে
পদে পদে শত বাধা।
জীবনের পথে কোমলতা হেরে
নাহলে কঠিন কঠোর,
ঘুচাবেনা কালের ঘোর অমানিশা
ফুটবেনা প্রদীপ্ত ভোর।
স্বার্থ বলি দিয়ে ধৈর্য্যের সাথে
নীরবে নিরীহ চলে,
দুর্বল ভেবে দাপট খাটিয়ে
আসুরী মুখোশ খোলে।
সাহসীর পদে নত দিনে-রাতে
নেই লাজ নেই সরম,
শক্তিমানের অতি ভক্ত তারা
নরমের অতি জম।
===============