পাক চক্রান্তে সময় তখন
ঘটনায় টালমাটাল,
রাজনৈতিক জোয়ারে এ'বাংলায়
চলছে সংকট কাল।

গভীর রাতে বত্রিশ নম্বরে
আনন্দের মহারণ,
ঘর আলোকিত করে জন্ম নিল
মুজিবের বুকের ধন ।

মাথায় ভরা ঘন কালোচুল আর
তুলতুলে নরম গাল,
আদর মমতায় আনন্দে ভরে
রাসেল এর শিশুকাল।

নিষ্পাপ সহজ সরল  শিশুর
মায়াভরা মুখের পানে,
প্রীতি ও প্রেমের পূণ্য পরশে
দোলা লাগে সবার প্রানে।

দুরন্তপনায় সে নজরকাড়া
বর্ণময়  কাটে দিন,
হৈ-হুল্লুর করে মাতিয়ে সবার
জড়িয়েছে মায়ার ঋণ।

বন্ধুবৎসল  শিশু রাসেল ছিল
স্বভাবে খুবই দুষ্ট,
বিনয়ী ভাব আর মিষ্টি কথায়
কেউই  হতো না রুষ্ট।

বাবার সান্নিধ্য না পেয়ে কাছে
মনে ছিল চাপা কষ্ট,
বিষন্নতার স্তব্ধ ছোঁয়ায়
ভালোলাগা হতো নষ্ট।

বাবাকে কারাগারে আটক দেখে
বেদনায় হতো সিক্ত,
ছোট্ট দুটো হাতে পারলে করত
পাষাণ প্রাচীর মুক্ত।
============