শীতের সকালে কুয়াশা চাদরে
ঢাকা রহে চারিধার,
অলস আমেজে  হিমেল আবেশে
শীতে-উষ্ণতায় অভিসার।


কুয়াশার ভীরে  নীড় খানা ছেড়ে
কোলাহলে মাতে  না পাখি,
হাড়কাঁপানো শীতের শীতে
মেলেনা ঘুমের আঁখি।


গাছের পাতার ফাঁকে ফাঁকে ছোটে
মৃদু বায়ু ঝিরঝির,
পাতাগুলাে সব কেঁপে কেঁপে উঠে
শ্বাসে শ্বাসে ঠাণ্ডার শির।


লাজরাঙা রূপে পূবের আকাশে
সূর্যটা উঁকি মারে,
রাতেঝরা শিশির সােনালী রোদ্দুরে
জ্বলে জ্বলজ্বল করে।


সরষে ফুলের হলুদে রাঙা মাঠ
নবরূপে ঢেলে সাজায়,
স্নিগ্ধতা সাথে সারা দিগন্ত জুড়ে
মধুর সৌরভ ছড়ায়।


খেজুরের রসে,খেজুরের গুড়ে
নানান পিঠার বাহার,
সকালের রোদে মিলেমিশে খাওয়া
হয়ে উঠে মজাদার।
==================