জলে জলে বর্ষা গেল
ঋতুরাণী শরৎ এল,
বৃষ্টি দিদি ক্ষান্ত হল
মাটির কোলে স্বস্তি এল।


কুয়াশাঢাকা সকালবেলা
সোনারোদে আলোর ডালা,
শিশিরভেজা শিউলী তলা
পাল্লা দিয়ে গাঁথে মালা।


নীলআকাশে মেঘের ভেলা
রোদ ছায়ার মজার খেলা,
সবুজ ক্ষেতে ফসল দোলা
শরৎ হাটে খুশীর মেলা।


মিষ্টি হাওয়া শান্ত বিকেল
নদীর ধারে কাশের দোল,
গোধূলীতে নামে লালের ঢল
জ্যেৎস্না রাতে তারা জ্বলজ্বল।।