নিঝুম রাতে , মেঘের মহাল ছিঁড়ে
অবিরাম ঝুপ ঝুপ
ভাঙ্গনের সুরে,
শ্রাবণের মহরা চলছে।
অভিমান গুলো সব থৈ থৈ ভেসে
ছল ছল কোলাহলে,
অঝোর শ্রাবণ ধারার
জলে জলে ভাসছে।


অবহেলা সবি চুপ, অভিযোগ হীন
ক্লান্তিতে গেছে ডুবে,
শ্রাবণের মেঘে গুরু গর্জনে
অশ্রুর নীল ছুঁয়েছে।
হৃদয়ের চরে ,ব্যাথা গুলো ফেঁপে
উথাল পাতাল ঢলে
অবুঝ শ্রাবণ ঘোরে
মনের অসুখ শুধু বাড়ছে ।


হৃদয়ের ভাঙ্গনে,হৃদয় কাঁদুক
দুঃখের করুণ বীণ
হৃদয়ে বাজুক,
জমে জমে বেদনা,নিথর বাড়ুক।
উদাসী দুচোখ,অলস উন্মুখ
মেঘে ঢাকা স্নিগ্ধতা
ডুবছে ডুবুক।
কষ্টরা কষ্টে বিলীন থাকুক,
কীবা দুখ আড়ালে
অবাধ জাগুক,
না হয় হলোনা, এ অবেলায়
রবির কিরণ মাখা, পূঞ্জীভূত
শ্রাবনের সুখ।
=============