মমতার মিছিল আজ নিথর নিস্তব্ধ
চেতনার চঞ্চল প্রাণ, ব্যাথায় স্তব্ধ।
ব্যক্ত অব্যক্ত যত, সবি বাকরুদ্ধ,
বেদনায় সুখের স্বপন, বিমর্ষ বিদগ্ধ।


মায়াময় চরচরে এ কেমন মান
অকস্মাৎ চিরতরে রচিলে প্রয়ান,
কোন ভেলায় ভাসালে, সুখময় প্রান
শোকাতুর নির্মম এ নির্দয় প্রস্থান।


নাজানি কোন্ বিষে  বিষিল জীবন
ধরিলনা এ ধরায়  কোন যে বারণ,
হলো না কিছুই জানা বিদীর্ণ কথন
বেদনায় বিদায়ের, এ কেমন ধরন!!


প্রিয়দের ছেড়ে যাবার, এত কী তাড়া
শূণ্যতা চারিধার, সবি সুখহারা,
হৃদয়েতে কী আছে আর, হাহাকার ছাড়া
মন যে মানেনা এমন নিয়তির ধারা।
=====================