স্বার্থের কারণে সাথে সাথী করা
স্বার্থেই কাছে টানা,
স্বার্থ হাসিলে দল ভারী করা
স্বার্থেই আনাগোনা।
স্বৈর সাহসে অসীম দাপটেে
স্বেচ্ছায় যত কর্ম,
করতে নিপাতনে সিদ্ধ সকলি
কাছে রাখা স্বার্থধর্ম।
আঁকড়ে ধরে রাখে যে যতনে
সময়ের প্রয়োজনে,
চালায় সাথে, বলায় কথা
যখন যেখানে যাহা যেমনে।
অথচ যদি জরুরী ডাকে দেখে
অপারগতায় তাড়া,
অভিমানে মন ক্ষুদ্ধ হয়ে উঠে
বিপদে দেয়না সাড়া।
প্রাণের সাথী প্রাণে ঠাঁই রাখে
গভীর বিশ্বাস মনে,
শংকা নেই কোন চলতে,বলতে
ভাবতে, সমানে সমানে।
নিজের স্বার্থ গুটিয়ে সাথীরা
ভালবেসে চলে সাথে,
চলায় কথায় এতটুকু যদি
কল্যান হয় তাতে।
সংকটে যখন আপোষে স্বয়ং
জানেনা,থাকেনা সাথীরা,
স্বার্থের সাথে নিজেকে বাঁচায়
শত্রু হয়ে পড়ে বাকীরা।
স্বার্থের সন্ধিতে স্বার্থ ভাগাভাগি
স্বার্থেই চলে বসবাস,
স্বার্থহীন চলা সাথীদের নিয়তি
নিছক বিড়ম্বনা পরিহাস।
==============