জীবনকে ঘিরে অবিরত ঘুরে
মনে মনে কত ভাবনা,
অস্ফুট রহে বাস্তবের ভীড়ে
ব্যস্ততায় শুধু তাড়না।
সতত সকলে ভাবি যে অনেক
অনুভব করি খুব কম,
মানবের কাছে মানবিকতার
আবেদন বড় মনোরম।
কৃত্রিমতা ছেড়ে প্রয়োজন অধিক
চেতনায় সমতা-মমতা,
চতুরতার চেয়ে দয়া ও বিনয়ে
গভীর আন্তরিকতা।
সহনশীলতার কথা হয় বটে
চলে অসহন আচরণ,
সহনীয় ভাবে মিলেমিশে হয়
সম্প্রীতির সেতু রচন।
প্রেম সহানুভূতি জীবনের সার
বিলাসিতা কভূ নয়,
মানুষে মানুষে প্রীতির বাঁধনে
মানুষেরই হয় জয়।
===========