ভেজা বৃষ্টি, স্যাঁতসেঁতে মন,
শ্যাওলাধরা মাটির প্রলেপ মেখেছে প্রাণ
রিক্ত সিক্ত অধরের চাহিদা অনেক..
মেঘের কোল চিরে এসে
জানালার কাঁচে ধাক্কা খায় যে সকালের প্রথম রোদ্দুর
চুঁয়ে চুঁয়ে পড়ে কার্নিশ বেয়ে,
তারও আছে অনেক চাহিদা
গায়ে লেপটে থেকে দুটো কথা বলার ইচ্ছা...


রাত্রিই সবটুকু নিয়ে নেবে কেন,
দিনেরও আছে কিছু অধিকার
নীরবতার সুবিধে নিয়ে তুমি করেছ অনেক মনমানি
দিনের তুলিও কিছু বলতে চায়
কিছু রং ছড়িয়ে দেবে ব'লে আমার বিছানায়...