আমরা কি বলি না বলি কবি
তাই কি আমরা বুঝি
ফেলে আসা পিছু রাস্তায়
সোনার হরিণ খুঁজি


মাড়িয়ে এসেছি যে বালুতট
সেখানে খুঁজি মুক্ত
আবেগ যত, রাগ-অনুরাগ
গহীন কোণেতে সুপ্ত


যা আছে, যা যাবে, কবি
তাই আঁকড়েই তৃপ্তি
নতুন পুরোনোর দ্বন্দে কবি
মিলবে না তো মুক্তি


ভালো লাগার অনেক রূপ কবি
ভালো লেগেছে বলা সহজ
ভালোর নেশায় মাতবেন না কবি
দুঃখ ভালোর জারজ


কালের প্রদীপ জ্বলবে সদা
শিখা ছুঁয়েছে প্রাণ
হাতড়ে কত বেড়াই তাকে
নেই গো পরিত্রান


ওই ধনুক-আঁকা ঠোঁটের জঠরে
আছে অমৃত নাকি বিষ
পুড়তে কে ভালোবাসে কবি
তবু আমরা পুড়ছি অহর্নিশ


পুড়ছে সীমান্ত পুড়ছে দেশ
পুড়ছে মানবজমিন
পুড়তে পুড়তে কবি হবো আমরা
শ্মশান কাঠেতে শেষ