চোখে চশমা
                  হাতে পেন
জানলার বাইরে
                   চলন্ত ট্রেন
পড়ছে আঁকিবুঁকি
                   সাদা কাগজে
কালি হয়ে ঝ'রছে
                   যা ছিল মগজে
সামনে দেয়াল
                   ঝুলছে ক্যালেন্ডার
বিরাজমান স্বয়ং
                   সম্রাট আলেকজাণ্ডার
কাছেই রাখা
                   আরেকটি ছবি
চেয়ে আছেন
                   বিশ্বকবি
টেবিলে কফি
                   নেই তা গরম
চলছে যেহেতু
                   হাতের কলম
উপরে পাখা
                   ঘুরছে জোরে
গায়ে চাদর
                   বসা হাঁটু মুড়ে
ভাবনা কত
                   ঘুরছে মাথায়
সাজাতে হবে
                   একটি গাঁথায়
ব্যস্ত পৃথিবী
                   ছুটছে সবাই
শুধু শান্ত কবি
                   তাঁর তাড়া নাই...


**১৯৯৭, স্কুলজীবনে লেখা..