অধ্যায়


রূপম ভৌমিক


পথ চলা কথা বলা।
কাঁধে কাঁধ পড়ে গেলে তোলা।
একটার পর একটা গন্ডি পেরিয়ে,
এগিয়ে যাওয়া কত শত কাঁটা পেরিয়ে।
স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কত গেছে হারিয়ে।
আবার এসেছে কত নতুন ভোমরের মত গুনগুনিয়ে।
হাত হাত আবার হাতাহাতি গলা জড়িয়ে কান্না।
কথা কাটাকাটি তোর মুখ আর দেখবো না..!
দীর্ঘ বিরতির সমাপ্তি ঘটে আবার মিলন।
সেই ফাজলামি অন্তরের কথা সুন্দর যাপন।
দিনগুলো কর্পূর আসে দিয়ে নাই।
ফিরে যেতে চাইলেই এখন উপায় নাই।
সব আছে সৌর পরিবারের মতন তবে দূরত্ব বেশ।
হৃদয়ের মাধ্যাকর্ষণ রয়েছে নিজের নিজের আলাদা দেশ।
চাপে তাপে সমসাময়িক কত বন্ধুত্বের দেয়াল হয়েছে ফ্যাকাসে প্রায়।
মাঝে মাঝে পাল্টে দেখি সেই সব সোনালী অধ্যায়।
কান্না উপচে পড়তে চায়..
নিরুপায়, এখনও চলছে আরেকটা অধ্যায়।