দীপ নিভে গেলে কি মশাল জ্বলবে?


রূপম ভৌমিক🌿


রাত ১১.৪৫ হবে হয়তো..
ধপ করে কি একটা ভারী জিনিস পড়লো..!
পড়লো কি..? একটা স্বপ্ন নিভলো..।
রোজ নেভে তবে, মর্মান্তিক হয়ে নেভে যেগুলো,
সেগুলোর পৃথিবীর গভীরতর ক্ষত তৈরি করে তোলে। কেউ কোল ছেড়ে যাচ্ছে।
ইচ্ছে না থাকলেও বাধ্য করে কোল থেকে ফেলে দেওয়া কি..?!?!
কিছুদিন হৈ হৈ হবে গরম হবে জ্বলবে মশাল।
নিভে যাওয়া একটা স্বপ্নের দীপের জন্য।
তারপর সব থিতিয়ে যেই কে সেই নাকি না উঠবে ঝড়..!!
নাকি আবার আঘাত চিহ্ন নিয়ে কেউ পাথর বাঁধানো চাতাল ছোঁবে..?
রক্তের আলপনা আঁকা থাকবে... না ফেরার ঠিকানা।
ধূসর মরুভূমির মতন মতন তপ্ত হাহাকার..
যার যায় তার যায়..
তবে যাবে কেন? কেউ কি কাঁধ দিয়ে ওদের মাথাটা নিয়ে বলতে পারেনি বাঁচতে হবে..!!
দীপ নিভে যায়। মশাল কি জ্বলবে? কি ভাবে জ্বলবে?
জ্বললে ভালো হয় শয়তান পোড়া গন্ধ পেতে চাই।