দুঃশাসন


©রূপম ভৌমিক🌿


শুনতে পাচ্ছি সেই আকাশ ফাটানো চিৎকার।
পুরোটা মানুষ নয়,দেখতে অনেকটা ওমন তবে জানোয়ার।
কোনকালে লেখা হয়েছিল ভারত জ্বলজ্বলে।
আজও সেই ভারত কথা বলে চিৎকার করে বলে;
এখনো মরে নি দুর্যোধন দুঃশাসন!
এখনো দুর্যোধনের খোলা উরু থাপরে বলে শোন..!
দ্রৌপদীকে ছিনিয়ে নিয়ে আয়...
দুঃশাসনের নোংরা হাত বিবস্ত্র করতে চায়।
এমনি করেও দিয়ে প্যারেড করায়...
কোনো শালা মরে নি..সব রক্তবীজের বংশধর..।
মাথা নেই, আছে যৌনাঙ্গ আর খালি উদর!
শুধু এই দুটোর খিদে মিটলেই খালাস।
ভালোবাসা নেই,তাই সেক্স করতে ছাড়ে নাকো লাশ..!
কেউ মরে নি, কে দেবে কাপড় কই মাধব..?
কোথায় আছি ..?
তাকাও এদিকে দেখো আবার সেইসময়..!
একটা ধুলো ঝড় অন্ধ করে চলে গেল... কল্কি ছিল নাকি..? হয়তো হবে!
কাটো তলোয়ার দিয়ে..!
আঙ্গুল দিয়ে টাইপ করতে গেলেই রক্তের ছোপ ফোনের স্ক্রিন জুড়ে..!
অসহায় সেই অবস্থার চিৎকার বুকের আকাশ জুড়ে।
কবে ঘটে গেছে এই তো হালে প্রকাশ
তার আগে জানাই ছিল না এতটাও ঘৃণ্য সন্ত্রাস..!
এরা মরে না মরণ হবে কি করে...!
মাথা তো নেই ধর থেকে আলাদা করবে কি করে..???
গুলিয়ে উঠছে গা লোমরাজি দাঁড়িয়ে..!
ভিতর থেকে একটা মানুষ আরো আরো চিৎকার দিচ্ছে বাড়িয়ে..!!!
এখনো বেঁচে দুঃশাসন..!
আজব শাসন..! শোষণ ! শান্তি কোথায়.??