হক...


রূপম ভৌমিক


সংগ্রাম টপ টপ করে রক্ত পড়ছে।
মাটি জন্যেই সব মাটি সেই রক্ত নিজের বুকে টেনে নিচ্ছে।
সব কিছুই মাটির জন্য মাটি না হলে যে পা রাখা যাবে না।
কিছু মানুষ সেই সুখ পায়নি আর পাবেও না।
টেকনোলজি বড় বালাই বড্ড বালাই।
ওর সামনে মাথা ঝুকিয়ে সবাই।
দাসের দাস পায়ে তেল...
চাপা ক্ষোভ দুর্বল ছোট ছোট শেল।
চলতেই থাকে দশকের পর দশক শতক আসতে চলছে।
রক্ত পড়ছেই রোজই পড়ছে কখনো গলগল করে পড়ছে।
হক দাবি কানে তুলো...
বারুদে ঢেকে গেছে নাক কানগুলো..খুলিগুলো।
আমাদের মাটির সংগ্রামে কত রক্ত তো সন্ত্রাসের পেয়েছে তকমা।
মাটির লড়াইয়ে কত শিশু ধ্বংসস্তূপে হারিয়েছে মা...
মা হারিয়েছে কত সন্তান ।
যুদ্ধ থামেনি ঠান্ডা ঘরে বসে শয়তান।