ঈশ্বরের জন্ম


©রূপম ভৌমিক


না না ওরকম জোর জবরদস্তি কি আর হয়..!
দিন দেখে তাকে টেনে আনা মানে সে পরিপক্ক নয়।
তবে ওই যে মানসিক ব্যাপার নাকি মানsick।
স্তরে স্তরে কেটে টেনে এনে আলোয় ভরা চারিদিক।
আরো কিছুদিন হয়তো থাকতো সে নাড়ি পেঁচিয়ে।
ওহঃ আজকে সেই দিন বার জাগিয়ে তোলা তাকে খুঁচিয়ে।
ঈশ্বর এলো.... ঝপাঝপ জন্ম হচ্ছে প্রতি ক্ষণে ক্ষণে।
এত ভিড় কোনটা ঈশ্বর কি করে থাকবে মনে।
সবাই ক্লেম করছে তার ঘরেই এসেছেন তিনি শিশুরূপে।
খুব ভালো ! যার কন্যা হলো সে খুশি ত এ কোণে বসে চুপে।
ব্যাস ভাগ করে দিলাম লিঙ্গতে ঈশ্বরকে।
নারী পুরুষে কি বিভেদ করা যায় স্রষ্টাকে..?
গোঁড়াতেই গলদ রেখে।
ধর্মান্ধতার চোখের পট্টি ঢেকে।
শুধু প্রসব আর প্রসব।
ভালো গুড জব..!
তবে তাঁর সংসারে তাঁর বয়স জন্ম কবে কেউ কি জানে..?
সে উত্তর তো ভেসে বেড়ায় অনন্তের গহনে।
উপাচারে জোয়ারে মেতে মন।
সে জোয়ারের জোর ভীষণ।
জন্মে কি আসে যায় হোক না যে কোনো দিন সময়।
কর্মে মানুষকে ঈশ্বর কয়...
বাকি সব ধুলো ধুলো উড়ছে।
কত জন্মাচ্ছে কত মরছে।
কত আসে কত যায়।
যাঁরা সেরা কাজে মনে থেকে যায় তাঁরাই ঈশ্বর হয়।