জা মি ন


©রূপম ভৌমিক🌿


জামিন হবে ,না হয় তো একটু সাজা আর কি..
হে হে ... তারপর খুল্লাম খুল্লা।
ধরা কে সরা জ্ঞান....ধুর কুছ পরোয়া নেহি।
ঝড় গতি গাড়ি সঙ্গে আরো কত কি..!
ঠোঁটে বানানো স্টিক ঝুলছে..
লেট নাইট, হা হা ! হি হি..!!
আইন বুড়ো আঙুল দেখে নীরব ।
প্রমান মূল শিকড় কোথায় কে জানে...?
জানে সবই তবে ঘন্টা কে বাঁধবে...।
চোর পালালে বুদ্ধির বিকাশ তার আগে বিকার।
এত জোয়ার যে নেই হুঁশ...
এদিক ওদিক তাকিয়ে চুপ করে ঘুষ।
রক্তে ভরা উঠোন জামা।
কেউ আছে কি যে বলবে এবার শালা শয়তানি থামা...
দিনের শেষে তর্কে এসে।
গায়ে গা ঘেঁষে।
বিষাক্ত বক্তব্যে ভর্তি স্পিকার...
কোল খালি নয় একটু উত্তেজনা ..তারপর সব স্তিমিত নির্বিকার।
জামিন ঠিক হয়ে যাবে..।
পাতা বন্ধ হবে স্মৃতিতে পড়বে ধুলো...