উঠতে গেলেই যাচ্ছে পিছলে।
যদি তেলেরই রাস্তা তাহলে কেন গেলে।
ও কেউ বুঝিয়েছিল বেশ মসৃন পথ হা...! হা..!
পথে রথের চাকা বসে এবার ...কোথায় যাবি যাঃ...!
এদিকে তুমি তো শেখই নি কেমন করে দেয় তেল।
তাই বারংবার বারংবার ফেল।
সৎ ভাবে চেষ্টার ওপর চেষ্টা ।
রাস্তা বিরাট দূর বিরাআআআট...
মাঝে মাঝে অবৈধ চোরা বালির ঘাট।
সাদা চামড়ার জানোয়ারের কোলে পাহাড়ায়
ওই একটু নদীকে লুটেপুটে খায়।
জানি জানি তোলাবাজি কতখানি।
ছিনতাই রাহাজানি টুক করে বেইমানি।
নতুন ব্যবসার ভাঙছে কোমর।
মধু জমলেই পাছায় কামড়।
সে মধু না বিষ্ঠা যে কামড় দেয় সেই জানে...
কিছু করলেই কিছু দিতে হবে সজ্ঞানে বা অজ্ঞানে।
এসব লিখতে গিয়ে মাথায় মারলো কে জানি চিরকুট।
খুলে লেখা আছে দেখলাম সব লেখো ঝুট..ঝুট ...ঝুট।