খবর


©রূপম ভৌমিক


খবর! খবর! আসল খবর বলে আমার হলো ফাঁসি।
চাকরির খবরের চেয়ে উটকো খবর বেশি।
কে নখ দিয়ে স্তন ঢাকলো।
কে কার পিঠে ট্যাটু আঁকলো।
কে কাকে বললো শুয়োরের নাতি।
কে হাতি কে নেকড়ে কার কিসের ছাতি।
কে কি পরে, কে কি ব্র্যান্ড খায়।
কে কেন এই লাইনটা গায়?
কে দিলো নুনের ছিটা কার ঘায়ে।
এখন শুধুই মাথায় ব্যালট।
ছুঁড়ে ফ্যালো রঙের প্যালেট।
কি হবে ক্যানভাসে এঁকে।
যাও না পচা গন্ধের খবর চেখে।
আহা কী সুস্বাদু মন ভরে যায়...
নিরোধ হীন জীবন লাগামছাড়া বদ বুদ্ধির জন্ম দেয়।
কেঁদে বলি ওরে এবারে যে করতে হবে ধর্ম।
ঠুঁটো হয়ে দেশ না গড়ে বোমা বানিয়ে কুকর্ম।
কলমের কালিতে সেই জোর নেই অস্তগামী।
শীতের রাত মদের গ্লাস তুমি আমি আর হামি।
ব্যাস রাতে কম্বল চাপা ঘুমে স্বপ্নদোষ।
সকালে রেশনের লাইনে কালকের খবরটা শুনলাম না আফসোস।
হ্যাঁ এই তো চলছে চলে।
যে আসল খবর বলতে যে চায় তরোয়াল তার গলে।করতে গিয়ে আসল খবর ।
কত মানুষ হয়েছে কবর।
আমরা তো বস্তাপচা পাই আর কি।
ঠান্ডা খুব! চা বিস্কুট লেপের তলা চীন পাকিস্তান রাশিয়া আর জেলেনস্কি....।