©রূপম ভৌমিক🌿
দিন দাহারে লোভনীয় আহারে।
হামলে পড়া উদ্দেশ্যহীন বুদ্ধিহীন।
কুর্শি এনে দেওয়া সাদা পায়জামা মোড়ানো পাছার জন্য।
ধন্য তোরা ধন্য।
ভয়ানক বন্য।
সবকটার ছেলে পিলে বাবার মুখ চেয়ে।
বাবা কি ফিরবে সুস্থ হয়ে না কি কফিনে।
সব জানিস তাও ছুটিস কোন আঙুলের জন্য।
দিন দাহারে ছুটছে কেন কিসের জন্য কার জন্য..?
জানা নেই প্রশ্ন নেই নির্দেশ আছে।
খিদে আছে আর যৌনতা ঘুম।
বাকি সব কামিয়ে টাইলস কোমোট এসি ফ্ল্যাট।
বাকি সব ফাইবার স্টিকের চুমুতে ফ্ল্যাট।
ঘিলু ডিপ ফ্রিজে জমা।
ছুটছে নেই দাড়ি কমা।
মাথা ভরে চুল আর যৌনাঙ্গেও তাই।
কোনটা মাথা কোনটা গোপনঅঙ্গ বোঝার উপায় নাই।
অঘোষিত বন্ধ শুনশান
কে পাবে কে নেবে ক্রাউন পুরো শ্মশান।
ঘরের ভিতর জানলা হতে আকাশ দেখা।
বাথরুমে ঢুকে লুকিয়ে আছে গণতন্ত্র একা।