পাহাড়


©রূপম ভৌমিক


দূরে ওই মস্ত বিরাট আকাশের বুক ফাটিয়ে একটা পাহাড় মাথা তুলে।
আকাশের বুকের রক্ত ওর গা গড়িয়ে সমতলে।
রুক্ষ কঠোর প্রাণের জন্য প্রতিকূল।
দূর থেকে হরিয়ালি যেন স্বর্গ বিলকুল।
কিচ্ছুটি বুঝতেই না পেরে ভেড়ার পাল এগোয়।
পাহাড়কে সৃষ্টিকর্তা মেনে যায়।
সুন্দর আপাত।
পর্যটকদের আকর্ষিত।
রক্তের ওপর রিসোর্ট মদ নারী মাংস।
পাশেই আরো ছোট ছোট পাহাড় হচ্ছে বড় পাহাড়ের বংশ।
কি নাম কোথায় ধাম..?
সত্যের পাহাড় নাম ধাম পৃথিবী।
মন যেতে চাইলেই টিকিট রেডি যাবি..????
চেনা চেনা লোক পাবি..! যাবি.?