পুড়ছে


©রূপম ভৌমিক🌿


পুড়ছে আজ থেকে নয় প্রাচীনকাল থেকে পুড়ছে।
দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ছে।
একটা পর একটা পাতা।
নালন্দা জানে।
যারা পোড়ায় তাদের শব পুড়লে বেদনা হয় না।
কিন্তু....
মাথা থেকে হাত দিয়ে নেমে পাতায় যে কালি থাকে তার পোড়া গন্ধ যন্ত্রনা দেয়।
তাও উল্লাসে ফেটে পড়ে পোড়ানোর আনন্দ তো আদিম।