রেনেসাঁ এসেছে


©রূপম ভৌমিক


জ্ঞান এখন তুচ্ছ সস্তা যেন..
মনে রেখো রেনেসাঁ এসেছে জেনো।
টাকা দিলেই বেশিরভাগ বিকিয়ে যায়।
দরজার পিছনে বসে শয়তান মাথা চিবায়।
রাস্তায় শুয়ে জলকামানের তলায়।
আজো দাবি তোলে রক্ত নিয়ে গলায়।
টাক বড়ো হোক টাকা থাকলে রূপসী।
শিক্ষিতের মুখে বকলম করছে হিসি।
দারুন শাসন আস্থা রাখি মনের ভিতরে।
রোজ রাতে ব্যর্থতার ঘুণ খাচ্ছে কুড়ে কুড়ে।
রেনেসাঁ এসেছে সত্যি বলছি এসেছে।
এম.এ পাশ বন্ধু ছাগল পুশেছে।
আরেকজন গ্যাসের ডিপোতে কাজ করে।
বাংলার শিক্ষক হবে ভেবেছিল এখন স্বপ্ন গুমঘরে।
ইংরেজিতে তুখোড় সে ফাইন্যান্স এর সেলসে।
আমি তো গাড়ি মুছি ধুয়েও দি আছি আয়েশে।
খুলি আছে ঘিলু নেই ঈশ্বর হয়ে মসনদে।
দশহাজার টাকার জন্য ফাইল নিয়ে এ দপ্তর ওই দপ্তরে কাঁদে।
টাকা মাটি বলে গেছেন পরমহংস তাও টাকা এককোণে।
সিনেমা চাকরি সব টাকাতেই বিচার হয় মানবতা কাঁদে গোপনে।


সে যাই হোক তাও মাথা তুলে উঠছে কিছু স্বপ্ন এখনো।
রেনেসাঁ এসেছে তাও ডক্টরেট ছাগল ছড়াচ্ছে জেনো...।