স্বস্তির বৃষ্টি নামুক...


হ্যাঁ...
স্বস্তির বৃষ্টি নামুক জোরে।
বাজ পড়ুক সজোরে।
পুড়ে যাক তাদের বাসা।
যারা পুড়িয়ে মারে অন্যের আশা.!
ভিজে যাক মাটি, আমবাগান রাস্তা মাঠ ঘাট সব দিক...
শৈশব নির্দ্বিধায় বল ছোড়াছুড়ি খেলে নিক...।
বুড়োদের বল ভিজে যাক কাদা হয়ে যাক বারুদ...।
নোংরা রোগ শেষ হোক কোথায় সেই ওষুধ...!
বাতাস মুক্ত হোক পোড়া গন্ধের শেকল হতে..!
আজও যে মন চায় সুবাস ছুঁতে...।
স্বস্তির বৃষ্টি নামুক জোরে নামুক সব দিক ভিজিয়ে দিক।
প্রকৃতি শুদ্ধতা দিয়ে সব কালো কার্বন শুষে নিক...।
খুলে যাক বোমার বাঁধন ভেসে যাক জলের তোড়ে।
বৃষ্টি তুই নেমে আয় না এই খরা বুকে জোরে আরো জোরে.!
মরে যাক ভেসে যাক ক্ষতিকর জানোয়ার গুলো..।
শেষ হয়ে যাক অশুভ সব ধুলো।
সব ভিজে যাক সব পরিষ্কার হোক কালো...।
স্বস্তির বৃষ্টি নেমে আসুক সব হোক ভালো।


✍🏻©রূপম ভৌমিক🌿