তোমার ডাক..


"অবনী বাড়ি আছো?"
এই অনন্ত প্রশ্নের উত্তর কি গেছে পাওয়া?
আমাদের তো শুধু আসা আর যাওয়া।


সব সময় মনের দুয়ার আঁটা।
আমরাই আমাদের পথের কাঁটা।


কবে যে খিল তুলেছিলাম।
কবে যে শেষ আকাশ দেখেছিলাম।
মনে নেই..
কিছুই মনে নেই...

নিজের ঘরে বন্ধী।
নিজেই নিজের বিরুদ্ধে চোরা সন্ধি।


তুমি একবার ডেকেছিলে...
বাড়ি আছো?
বলে কড়া নেড়েছিলে।


আজও বন্ধ দুয়ার।
তোমার ডাক ,
ঘুরে ফিরে আসে বার বার।


"অবনী বাড়ি আছো?"
তুমি নেই কবি তবুও তোমার কলম আজো ডাকে, জাগায়।
অবস হয়ে যাওয়া মুহূর্তগুলিতে তোমার কলম শক্তি জোগায়।।
                           --রূপম ভৌমিক