উৎসব...


কিছু সান্তা প্রতিশ্রুতির ঝুলি নিয়ে আসে।
দিবা স্বপ্নের ভিতর পাশে এসে বসে।
তারপর বলে এই দেবো সেই দেবো।
তারপর রাত হলেই ভ্যাম্পায়ার হয়ে বলে তোকেই চুষে খাবো!
তারপর আবার কি সান্তার অপেক্ষায় থেকে থেকে;
নিরাশার অন্ধকার আসে সব ঢেকে।
আসে না আর সেই সান্তা।
ছেলে ঘুমায় খেয়ে ঠান্ডা পান্তা।
আসলে এই কিছু দেবে আর দেবে।
এই পাওয়ার আশায় ঠুঁটো হয়ে ভেবে আর ভেবে...
জন্ম জন্মান্তর চলে যায় আর আসে।
কত ডিসেম্বর পেরোয় আবার নতুন সান্তার প্রতিশ্রুতিতে ভাসে।
চলতেই থাকে থামার কোনো অবকাশ নেই।
এই উৎসবের কোনো শেষ নেই...!!


©রূপম ভৌমিক🌿