পরাজয় যদি হারিয়ে যাওয়া হয়,
তবে আমি পরাজিত।
জীবন খুঁজতে হারিয়ে গেছি জীবন সমুদ্রে।
খড়কুটো হয়ে স্রোতে ভেসে যাইনি।
মাঝ সমুদ্রে একাকী নির্জন দ্বীপ আমি।
সামলেছি সুনামির উত্তাল ঢেউ।
ক্ষত বিক্ষত হয়েছি,
তবু চুরমার হয়ে যাইনি।
রাতের অন্ধকারে বসে খসে পড়া তারাদের খোঁজ নিতে থাকা পাগল আমি।
মূল্যহীন।
তবু বদলাইনি।